Wednesday, January 23, 2013

My bengali poem



দূরত্ব
আমার জীবনবিজ্ঞান শিক্ষক একবার বলেছিলেন
গাছের সাথে একঘরে না ঘুমোতে
সেই থেকে গাছের সাথে ঘুমোইনি কোনোদিন
একাই ঘুমোই আজও, বটবৃক্ষের সাহায্য ছাড়াই
অনেক গাছ ছিল একসময়—মহীরূহ থেকে লজ্জাবতী পর্যন্ত---
সে এক সবুজ ছলকে ওঠা অভিজ্ঞান
ভালবাসতাম ওদের
পরস্পর বিহ্বল ঘূণিপাকে ওরা নিভে গেছে
আমার জীবন থেকে
যেভাবে হাতের মুঠোয় ধরা পৃথিবীও
বাড়ায় সম্পর্কের দূরত্ব.

No comments:

Post a Comment